You can use WP menu builder to build menus

এ বছর আগস্ট-সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কোহলিদের বিপক্ষে একমাত্র টেস্টটি এ বছর হচ্ছে না তা এখন এক রকম নিশ্চিত। কবে হবে তারও দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

তাই সেপ্টেম্বরে ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজ খেলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই ঘরের মাঠে এই সিরিজটি খেলতে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। তবে সিরিজটি ওয়ানডে নাকি টি-টোয়েন্টি তা এখনো ঠিক হয়নি।

বিষয়টি স্বীকারও করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এই সম্পর্কে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি সিরিজ আয়োজনের আলোচনা চলছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি এখনো আলোচনাধীন।’

অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগাম অনুযায়ী আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলা নেই। ওক্টোবর-নভেম্বরে পাকিস্তানের সঙ্গে একটি সিরিজ রয়েছে ক্যারিবীয়দের। তার আগে তাদের খেলা নেই বলেই বাংলাদেশের সিরিজ আয়োজনের পরিকল্পনা নেয় দুই বোর্ড।

তা ছাড়া অক্টোবরে ইংল্যান্ড দল দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে। তাই ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এখন হচ্ছে না বলে বাংলাদেশেরও কোনো খেলা নেই একই সময়ে।

সুত্র: ntvonline ১১ জুন ২০১৬, ১৫:১৫

শেয়ার করুনঃ

No Comments

Leave a Comment